Header Ads

গেম খেলার ডেল ল্যাপটপ

কোর আই ফাইভ প্রসেসর ও এনভিডিয়া ২জিবি ডিডিআরথ্রি গ্রাফিক্স সমন্বিত ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার তৃতীয় প্রজন্মের নতুন একটি নোটবুক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। একই সাথে গ্রাফিক্স কাজ ও গেম খেলার উপযোগী ডেল ব্র্যান্ডের এই নোটবুকটির প্রসেসিং গতি ২.৭ গিগাহার্জ। এতে রয়েছে ১৬০০ মেগাহার্জ গতির ৪জিবি ডিডিআর থ্রি র‍্যাম ও এক টেরাবাইট হার্ডড্রাইভ। ডেল ইন্সপায়রন সিরিজের কালো রঙের এই নোটবুকটির মডেল নম্বর হচ্ছে এন৩৪২১। ৬ সেল লিথিয়াম ব্যাটারি সহ নোটবুকটির ওজন ১.৯৯ কেজি। ৫৩ হাজার ৯০০ টাকা মূল্যের এই নোটবুকটি ক্রেডিট কার্ডেও কেনা যাচ্ছে। নোটবুকটির সাথে ফ্রি রয়েছে একটি আসল ডেল ক্যারিকেস এবং এক বছর পর্যন্ত যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবা। নোটবুকটি সম্পর্কে আরও তথ্য জানতে কম্পিউটারসোর্সবিডিডটকম ওয়েব সাইটে ভিজিট করা ছাড়াও ফোন কার যাবে ০১৭৩০৩৪১৫২৩ নম্বরে।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.