Header Ads

Header ADS

গ্যালাক্সি এস ৫ এ এন্ড্রয়েডের বদলে থাকতে পারে “টাইজেন” অপারেটিং সিস্টেম

কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল স্যামসাং তাদের স্মার্টফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম “টাইজেন” নিয়ে আসতে পারে। এখন শোনা যাচ্ছে স্যামসাং এর পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি এস৫ এ টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করবে, এন্ড্রয়েড না। এই নিয়ে সোশ্যাল নেটওয়ার্কগুলোতে হইচই শুরু হয়ে গেছে। কেউ বলছে এতে স্যামসাংএর লাভ হবে আবার কেউ বলছে স্যামসাং নোকিয়ার মতই ভুল করছে।
স্যামসাংকে পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল নির্মাতা কোম্পানি হতে সাহায্য করেছে এন্ড্রয়েড। কিন্তু স্যামসাং এই পর্যন্ত যতগুলো ফোন বাজারে ছেড়েছে এর মধ্যে থেকে গুগল কিছু টাকা রেখে দিচ্ছে।আর গুগল আরো টাকা পাচ্ছে যখন আপনি তাদের এ্যাপ স্টোর থেকে কোনো গেম, গান, বই, ছবি, ম্যাগাজিন কিনছেন!
অবশ্য, এই খবরটি এখনও একটি গুজব। তবে টাইজান -এর একটি প্রধান সমস্যা হতে পারে যে, এটার উপযোগ্য কোনো এ্যাপলিকেশন বাহির হতে দেরি হবে! কারণ, স্যামসাং তাদের নতুন অপারেটিং সিস্টেমের সাথে নতুন মোবাইল এ্যাপলিকেশন ডেভেলপিং প্রোগ্রাম আনতে পারে! আর নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে এ্যাপলিকেশন বানানো ডেভেলপারদের জন্য একটু ঝামেলা হতে পারে!
সময়ই বলে দেবে স্যামসাং কি ভুল করছে নাকি এটা তাদের কোনও কার্যকরী সিদ্ধান্ত?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.