Header Ads

Header ADS

আনলকড আইফোন এখন বাজারে!

এখন থেকেই যুক্তরাষ্ট্রের কেউ চাইলেই কিনতে পারবে টেক জায়ান্ট অ্যাপলের আনলকড আইফোন ৫এস স্মার্টফোন।
  প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার থেকে অ্যাপল কোম্পানির অনলাইন স্টোরে আনলকড জিএসএম ভার্সনের মোবাইল ফোনের অর্ডার নেওয়া শুরু করেছে।
আনলকড মডেলের আইফোনের ফিচার আগের মতোই থাকবে। তবে এতে কোনো সিম কার্ড থাকছে না। ফোনগুলো এটিঅ্যান্ডটি এবং টি-মোবাইলের মতো প্রতিষ্ঠানের সিম সংযোজন করে যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাবে।
তিনটি ভিন্ন মডেলে আনলকড ফোন পাওয়া যাবে বলে জানিয়েছে ম্যাশএবল। এগুলো হল ১৬, ৩২ এবং ৬৪ জিবি মডেল। আর এ সুবিধাটি তিন মডেলে ব্যবহার করতে যথাক্রমে খরচ পড়বে ৬৪৯, ৭৪৯ এবং ৮৪৯ মার্কিন ডলার।
সিমবিহীন আইফোন ৫সি-এর একটি সংস্করণ সেপ্টেম্বরেই বাজারে এসেছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আনলকড আইফোন ৫এস সংস্করণটি পাওয়া যাচ্ছে।
আনলকড হ্যান্ডসেট মডেলটি বাণিজ্যকরণের জন্য এক থেকে দুই সপ্তাহের মধ্যেই অনলাইনে পাওয়া আর আগামী সপ্তাহেই অ্যাপলের সব রিটেইল স্টোর থেকেই এটি সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.