Header Ads

Header ADS

ফেইসবুকের লিংক সেইভ

এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীরা আগের দেখা কোনো তথ্যের লিংক চাইলে পরেও দেখতে পাবেন। এ জন্য শুধু প্রয়োজন ফেইসবুকের ‘সেইভ ফর লেটার’ ফিচারটি। সম্প্রতি ফেইবুকে সুবিধাটি যুক্ত করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ অনেকদিন ধরেই ফেইসবুককে সংবাদপত্রের বিকল্প হিসেবে ব্যবহারের কথা বলে আসছেন।

অনেকেরই নিউজ ফিডে জমে থাকা একের অধিক খবর পড়ার সময় থাকে না। সে জন্যই এ ব্যবস্থা সংযোজন করেছে ফেইসবুক।

২০১২ সালে আইফোন এবং আইপ্যাডে এই ধরনের ফেইসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের কথা ভাবা হয়েছিল। এখন ব্যবহারকারী ওয়েব লিংক আলাদা একটি লিস্টে সেইভ করে রাখতে পারবেন। মাইটেকস্কুল নামের ব্লগের মতো এখানেও একটি নতুন বুকমার্ক আইকন রাখা হবে।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারী খবর সংগ্রহের পাশাপাশি একে সোশাল ‘টু ডু লিস্ট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া পরে অফলাইনে থাকলেও যে কেউ নিজের লিস্টে সংগৃহীত খবর বা তথ্য পড়তে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.