Header Ads

Header ADS

উল্টে যাবে সূর্য!

সূর্যের চৌম্বকক্ষেত্রের দুই মেরু (উত্তর ও দক্ষিণ) সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে যেতে পারে যেকোনো দিন! মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) গবেষকেরা এমনটিই দাবি করছেন। তবে সম্ভাব্য এ ঘটনার দিনক্ষণ তাঁরা সুনির্দিষ্ট করতে পারেননি। প্রায় প্রতি ১১ বছর পর পরই সূর্যে এই পরিবর্তন ঘটে। তবে পৃথিবীতে এ ধরনের পরিবর্তন এতটা ঘন ঘন নয়। এই গ্রহের চৌম্বকক্ষেত্র সর্বশেষ উল্টেছিল আট লাখ বছর আগে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সৌর-পদার্থবিদ টোড হোয়েকসেমা বলেন, সূর্যের মেরু উল্টে যাওয়ার প্রভাব সমগ্র সৌরজগতেই কমবেশি পড়বে। টেলিগ্রাফ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.