Header Ads

Header ADS

সেরা দশটি কি-বোর্ড শর্টকাট!

কি-বোর্ড শর্টকাট এর ব্যবহার আপনার প্রোডাক্টিভিটিকে অনেক-গুনে বাড়িয়ে দিতে পারে, করে তুলতে পারে অন্য দশজন ব্যবহারকারী থেকে আলাদা।
যেমন, একটা টেক্সটকে মাউসের সাহায্যে হাইলাইট করে সেটার উপর মাউসের রাইট বাটন চেপে কপি করার চেয়ে ctrl+c চেপে কপি করাটা অনেক বেশী সাচ্ছন্দ্যমূলক তাছাড়া কম সময়সাপেক্ষ কাজ। এতে করে যেমন আপনার কাজের সময় বেচে যায় তেমন কাজে চলে আসে সুন্দর ছন্দ।
নিচে দশটি প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট আলোচনা করছি যার ব্যবহার কাজের সময় বাচিয়ে দেবে অনেকখানিঃ
০১. Ctrl + C or Ctrl + Insert
হাইলাইটেড টেক্সট কে কপি করার জন্যে এই শর্টকাটটি ব্যবহার করবেন
০২. Ctrl + V or Shift + Insert
ক্লিপ-বোর্ডে কপি করা টেক্সটকে পেস্ট করার জন্যে
০৩. Ctrl + Z and Ctrl + Y
কোন কাজ করার পর সেটা Undo করার জন্যে। উদাহরণস্বরূপ, ধরুন ভুলবশত একটি টেক্সট ব্যাকস্পেস চেপে কেটে দিলেন। কোন সমস্যা নেই, শুধু Ctrl + Z চেপে দেখুন, কাটা অংশটুকু আবার ফিরে পাবেন। Ctrl + Y হল Undo কে redo করার জন্য।
০৪. Ctrl + F
কোন প্রোগ্রামে নির্দিষ্ট অংশ খুঁজে বের করার জন্য এই শর্টকাটটি ব্যবহার করতে পারবেন। এমনকি আপনার ব্রাউজার, যাতে এখন এই লিখাটি পড়ছেন সেখানেও এটি কাজ করবে। চেষ্টা করে দেখুন।
০৫. Alt + Tab or Alt + Esc
একটি ওপেন প্রোগ্রামকে ব্যাকগ্রাউন্ডে নেয়ার জন্যে এটি ব্যবহৃত হয়।
০৬. Ctrl + Back space and Ctrl + Left or Right arrow
Ctrl + Backspace একসাথে চাপলে একটি সিঙ্গেল ক্যারেকটারের বদলে ফুল ওয়ার্ড একসাথে ডিলিট হয়ে যাবে।
০৭. Ctrl + S
প্রায় সকল প্রোগ্রামেই ডকুমেন্ট সেভ করার জন্যে এই শর্টকাটটি ব্যবহৃত হয়।
০৮. Ctrl + Home or Ctrl + End
কার্সরকে বিগিনিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে নেয়ার জন্যে যথাক্রমে Ctrl + Home এবং Ctrl + End শর্টকাট দুটো ব্যবহৃত হয়।
০৯. Ctrl + P
প্রিন্ট করার শর্টকাট, এটিও প্রায় সকল প্রোগ্রামেই কাজ করে।
১০. Page Up, Space bar, and Page Down
পেজ আপ এবং পেজ ডাউন কমান্ডগুলো ডকুমেন্টের এক পেজ থেকে অন্য পেজে যাবার জন্যে ব্যবহৃত হয়। ইন্টারনেট ব্রাউজ করার সময় স্পেস-বার চাপলে একই সাথে এক পেজ থেকে অন্য পেজে নিচের দিকে যেতে থাকবে। শিফট+স্পেসবার চাপলে এর উল্টোটা ঘটবে।
আজ এ পর্যন্তই, আশা করি কম সময়ে ছন্দময় কাজ করতে এই শর্টকাটগুলো আপনার কাজে আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.