Header Ads

Header ADS

৭ ইঞ্চি ট্যাব আনল এনভিডিয়া

সাধারণত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ নির্মাতা হিসেবে অধিক পরিচিত মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া। সম্প্রতি আরেক মার্কিন প্রতিষ্ঠান ইভিজিএর সঙ্গে যৌথভাবে সাত ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবটির নাম ‘ইভিজিএ টেগরা নোট ৭’। এ ট্যাবটিতে থাকছে টেগরা৪ কোয়াড কোর প্রসেসর. উন্নত রেজুলেশনের ডিসপ্লে, এইচডিটিভির সমর্থনযোগ্য মাইক্রোএইচডিএমআই, ১৬ গিগাবাইট স্টোরেজ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ট্যাবলেটটির দাম হবে ১৯৯ মার্কিন ডলার।
এনভিডিয়া জানিয়েছে, টেগরা নোট ৭ ট্যাবটি বাজারে এই মাপের ট্যাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের প্রথমবারের মতো ট্যাবটিতে হাই ডায়নামিক রেঞ্জ বা এইচডিআর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিজিটাল ফটোগ্রাফির বিশেষ ফিচার এই এইচডিআর। ট্যাবটিতে বিশেষ প্রযুক্তির স্টাইলাস পেন থাকার কথাও জানিয়েছে এনভিডিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.