Header Ads

দেশের বাজারে ফজিৎসু’র অভিজাত ল্যাপটপ

টেকসই কার্যকারিতার পাশপাশি ল্যাপটপে আভিজাত্যের ছোঁয়া নিয়ে এসেছে জাপানি প্রতিষ্ঠান ফুজিৎসু। টানা ১১ ঘণ্টা ব্যাকআপ সুবিধার ই-সিরিজের কোর i5-3340M প্রসেসর সমন্বিত লাইফবুকটিতে রয়েছে ৫০০ জিবি হাইব্রিড হার্ডডিস্ক। ফলে স্বাভাবিক ভাবে ক্ষিপ্র এর ডেটা স্থানান্তর গতি। জাপানে তৈরি লাইফবুকটিতে ব্যবহার করা হয়েছে পানি নিরোধক কি-বোর্ড। এতে আছে ৪জিবি র‍্যাম যা প্রয়োজনে ১৬জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যায়। দেশের বাজারে কম্পিউটার সোর্স এর বাজারজাত করা ফুজিৎসু লাইফবুক ই৭৪৩ মডেলের এই ল্যাপটপটির সুসংহত নিরাপত্তা ব্যবস্খা হিসেবে রয়েছে বায়স লক, হার্ডডিস্ক লক, এন্টিথেফট লক স্লট, আরএফ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং টিপিএম। আর এটিতে ডকিং স্টেশন থাকায় বৈদ্যুতিক সংযোগের জন্য আলাদা পোর্ট ব্যবহার করার প্রয়োজন পরে না। মাত্র ১ দশমিক ৯ কেজি ওজনের অরিজিন্যাল উইন্ডোজ ৮ প্রফেশনাল অপারেটিং সিস্টেম বিল্ট ইন থাকা ল্যাপটপটির দাম এক লাখ ৩৫ হাজার টাকা। রূপালী রঙের ল্যাপটপটির সাথে এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও একটি ফুজিৎসু ক্যারিকেস উপহার দিচ্ছে এর একমাত্র বাংলাদেশী পরিবেশক কম্পিউটার সোর্স।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.