Header Ads

Header ADS

লোগো পরিবর্তন করলো বাংলালিংক

তৃতীয় দফায় পরিবর্তিত হলো গ্রাহক সংখ্যায় দেশের দ্বিতীয় সেলফোন অপারেটর বাংলালিংক এর লোগো। নতুন লোগোতে রঙ এবং ডিজাইনে কোনো পরিবর্তন আনা না হলেও আকার পরিবর্তন করে থ্রিডি আকৃতি দেয়া হয়েছে। লোগোর নিচে এখন বাংলায় লেখা হয়েছে ‘নতুন কিছু করো’।
 মূল কোম্পানির মালিকানা অংশ পরিবর্তন এবং থ্রিজি অভিযাত্রার কারণে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, বাংলালিংক এর মূল কোম্পানি সম্প্রতি মিসরভিত্তিক ওরাসকম টেলিকম হোল্ডিং কোম্পানিটিতে বেশ কিছু বড় পরিবর্তন আসে। অপরদিকে রাশিয়ার ভিম্পেলকম এখন ওরাসকমের বড় অংশের মালিক। সবকিছু মিলিয়ে লোগোতে পরিবর্তন আনা হয়েছে।
সেবা টেলিকম থেকে ২০০৫ সালে যাত্রা শুরু করে ‘বাংলালিংক’। এসময় কমলা রঙের এই লোগোর নিচে লেখা ছিলো ‘An ORASCOM TELECOM company’। পরে ওরাসকমের হাত থেকে ২০১১ সালের শেষের দিকে অপারেটরটি ভিম্পেলকমের মালিকানায় আসলে ওই লেখা উঠিয়ে নেয়া হয়। ২০১২ সালের জানুয়ারিতে ওই স্লোগান তুলে দেয় বাংলালিংক কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.