Header Ads

Header ADS

আসুসের ২ জিবি ভিডিও মেমোরীর নতুন গেমিং গ্রাফিক্স কার্ড

বিশ্বখ্যাত আসুসের এইচডি৭৮৭০-ডিসি২-২জিডি৫ মডেলের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এএমডি রেডিয়ন এইচডি৭৮৭০ গ্রাফিক্স ইঞ্জিন, যার ভিডিও মেমোরী ২ গিগাবাইট। গ্রাফিক্স কার্ডটি মাল্টি-জিপিইউ প্রযুক্তির ক্রসফায়ারএক্স, ডাইরেক্টএক্স ১১, এইচডিসিপি প্রভৃতি সমর্থণ করে। ডাইরেক্টসিইউ সিরিজের এই গ্রাফিক্স কার্ডটিতে আরো রয়েছে ১০০০ মেগাহার্জ ইঞ্জিন ক্লক, ৪৮০০ মেগাহার্জ মেমোরী ক্লক, ৪০০ মেগাহার্জ র‌্যামডেক, ২৫৬-বিট মেমোরী ইন্টারফেস, সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ পিক্সেলের ডিসপ্লে আউটপুট রেজ্যুলেশন। এছাড়া গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ১টি এইচডিএমআই আউটপুট, ১টি ডিভিআই আউটপুট, ১টি ডি-সাব আউটপুট, ১টি ডিসপ্লে পোর্ট প্রভৃতি। অত্যাধুনিক এই গ্রাফিক্স কার্ডটির মূল্য রাখা হয়েছে ২৬,৫০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.