Header Ads

Header ADS

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অকেজো উপগ্রহটি!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অকেজো উপগ্রহটি!

 রহস্যময় মহাকাশে পাঠানো একটি ইউরোপীয় উপগ্রহ অকেজো হয়ে আছে। আর এটি আজ রবিবার রাতে অথবা সোমবার দিনের যেকোনো সময় বিধ্বস্ত হয়ে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এমনই আশঙ্কার কথা জানিয়েছেন। উপগ্রহটির নাম জিওসিই। উপগ্রহটির ধ্বংসাবশেষে হতাহতের সম্ভাবনা কম বলে জানা গেছে।
বিজ্ঞানীরা বলছেন, ১১০০ কিলোগ্রাম (২৪২৫ পাউন্ড) ওজনের ওই উপগ্রহটি ইতোমধ্যে ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) উচ্চাতায় এসে স্থিতিশীল হয়ে পৃথিবীর দিকে সর্পিল গতিতে ধাবিত হচ্ছে।
উল্লেখ্য, ৮০ কিলোমিটার বা ৫০ মাইল উচ্চতায় আসার পর উপগ্রহটি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ভেঙ্গে পড়বে এবং পাঁচ-চতুর্থাংশ জ্বলে ছাই হয়ে যাবে। জিওসিই উপগ্রহটি ২০০৯ সালে উৎক্ষেপণ করা হয়। গত মাসে এর জ্বালানি শেষ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.