Header Ads

২২ ঘণ্টা চার্জ তোশিবা ল্যাপটপে

২২ ঘণ্টার ব্যাটারি লাইফের ল্যাপটপ বানিয়েছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা তোশিবা। তোশিবা ডায়নাবক্স কিরা: ভি৬৩৪ ল্যাপটপে স্মার্টফোন ধাঁচের ব্যাটারি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও এতে আছে ইনটেলের হ্যাশওয়েল প্রসেসর।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ল্যাপটপটিতে ইনটেলের ১.৬ গিগাহার্টজের কোর আইফাইভ হ্যাশওয়েল প্রসেসরসহ আরও আছে ৮জিবি র‌্যাম, ১২জিবি সলিড-স্টেট ড্রাইভ এবং ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেলের ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে।
তোশিবার দাবি, একবার চার্জে লম্বা সময় ব্যবহারের জন্য ল্যাপটপটির ব্যাটারি তৈরি করা হয়েছে বাজারের প্রচলিত স্মার্টফোনগুলোর ব্যাটারির সঙ্গে মিল রেখে। অন্যদিকে সিনেট জানিয়েছে, ভি৬৩৪ লম্বা ব্যাটারি লাইফের পেছনে এটির বিদ্যুৎ সাশ্রয়ী হ্যাশওয়েল চিপ এবং তুলনামূলক কম রেজুলিউশনের ডিসপ্লের অবদান রয়েছে।
তবে হাই-রেজুলিউশন ডিসপ্লের ভক্তদের কথাও ভুলে যায়নি তোশিবা। ডায়নাবক্স কিরা সিরিজের দ্বিতীয় মডেল ভি৮৩৪-এ রয়েছে ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেলের ডিসপ্লে। তোশিবা জানিয়েছে একবারের চার্জে ১৪ ঘণ্টা চলবে ভি৮৩৪।
শুক্রবার জাপানের স্থানীয় বাজার দিয়ে বিক্রি শুরু হবে ভি৬৩৪ এবং ভি৮৩৪ ল্যাপটপ দুটির।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.