Header Ads

Header ADS

তৈলাক্ত পদার্থ বের হচ্ছে দিনাজপুর কলেজের পুকুর থেকে

বিরল মহিলা ডিগ্রী কলেজের চত্বরে একটি পুকুরের পানিতে প্রাকৃতিকভাবে বুদ বুদ করে কেরোসিনের মত গন্ধে বিভিন্ন রং এ তৈলাক্ত পদার্থ বের হচ্ছে।
মাটির নীচ থেকে পানির উপর দীর্ঘক্ষণ ভেসে থেকে মুহুর্তের মধ্যেই পুকুরের পুরো পানিটি কালো রং এ পরিণত হচ্ছে। যা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করার প্রয়োজন বলে অভিজ্ঞমহল অভিমত ব্যক্ত করছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, কলেজের নির্মাণ কাজের শ্রমিকরা কাজ করতে গিয়ে কেরোসিনের গন্ধ ও পানিতে তৈলাক্ত পদার্থ ভেসে থাকতে দেখে তাকে অবগত করেন।তিনি পুকুরে দেখেন, পুকুরের পানির নীচ থেকে উপরের দিকে বুদ বুদ করে বেশ কয়েকটি স্থানে তৈলাক্ত পদার্থ বের হচ্ছে।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম সন্ধ্যায় ঘটনা স্থলে পৌছে বিষয়টি দেখেন।
এদিকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বিশেষজ্ঞরা এসে পরিদর্শনের পর আসলে ওটা কি জানা যাবে বলে তিনি সাংবাদিকদেও জানান।
এখবরটি ছড়িয়ে পড়লে উত্সুক জনতা এক নজর দেখার জন্য ঐ পুকুর পাড়ে ভীড় করতে থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.