Header Ads

Header ADS

বাংলাদেশে ডি-লিংক ক্লাউড সেবা

দেশের ডিজিটাল লাইফ স্ট্যাইলে নতুন অনুষঙ্গ ‘মাই ডি-লিংক’ ক্লাউড সেবা নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। দূরত্ব আর সময়কে জয় করে ব্যস্ত জীবনকে এক সুঁতোয় নিয়ে এসেছে ডি-লিংক ক্লাউড রাউটার আর ক্যামেরা। প্রয়োজন ভেদে ডি-লিংক এর রয়েছে ৩টি ক্লাউড রাউটার, মডেল DIR-600L/DIR-605L/DIR-506L এবং DCS-932L মডেলের ক্লাউড ক্যামেরা। ডিভাইস দুটির মাধ্যমে দেশ-বিদেশের যে কোনো স্থান থেকে ঘরের প্রতিটি সদস্যের সাথে যোগাযোগ করার পাশাপাশি হোম নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসেই প্রবেশ করে তা নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ডকুমেন্ট শেয়ার করা যায়। আর আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাব থেকেই এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। এজন্য ব্যবহারকারীকে ডিভাইসকে মোবাইল ডিভাইস নেটওয়ার্কে সংযুক্ত করে www.mydlink.com ওয়েবসাইট থেকে মাইডিলিংক মোবাইল অ্যাপস ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দূর থেকেও বাসায় অবস্থান করা প্রিয় সন্তানের খোঁজ খবরের পাশাপাশি তাদের সাথে ভিডিও কলও করা যায়। জানা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়, ইন্টারনেটে বাচ্চারা কী করছে সে বিষটিও। অনাহূত কেউ যদি বাসায় প্রবেশ করে তার বার্তাও পাওয়া যাবে ডি-লিংক ক্লাউড সেবা ব্যবহারের মাধ্যমে। প্রয়োজনে স্থানীয় পরিবেশক কম্পিউটার সোর্স এ ওয়েবসাইট, ফেসবুকফ্যানপেজ ছাড়াও ০১৯৩৯৯১৯৫৮৯ নম্বরে ফোন করতে পারবেন আগ্রহীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.