Header Ads

Header ADS

এক ঝলক (০৭ নভেম্বর ২০১৭)

                                 পাকা ধান কাটায় বিরতি দিয়ে দুপুরের খাওয়া।
পথে পথে গোলাপ ফুল বিক্রি করে খাদিজা। পথেই ফুরিয়ে যাচ্ছে তার কৈশোর। শহীদ হাদীস পার্ক, খুলনা
আমন ধান খেতের পাশের জমিতেই চাষ হবে শীতের সবজি। তারই চেষ্টায় এক কৃষক। মোল্লারগাঁও, সিলেট সদর
হয়তো রোদ গায়ে লাগাতেই বেরিয়েছে ফড়িংটি। টিলাগড়, সিলেট

           ধানের শিষে বিন্দু বিন্দু শিশির। কাশিমপুর, যশোর সদর, ৬ নভেম্বর
ট্রাক্টর দিয়ে সরিষা কাটা হচ্ছে। বৌরলন, ফ্রান্স, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
রঙ্গন ফুলে প্রজাপতি। বন বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ নভেম্বর। ছবি: 
   হেমন্তের ভোরের শিশিরে ভেজা ধান খেত। ইসলামপুর, সিলেট, ৭ নভেম্বর। ছবি: 
   গঙ্গার ওপর অস্থায়ী ভাসমান সেতু তৈরি করছেন শ্রমিকেরা। উত্তর প্রদেশ, ভারত, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বাঁশবোঝাই নসিমন। যদিও মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ। পদ্মার মোড়, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ৭ নভেম্বর।
   সকালে রোদে পাপড়ি মেলেছে রক্তজবা। ইসলামপুর, সিলেট, ৭ নভেম্বর।
বাংলাদেশে লান্টানা বুনোফুল হিসেবে পরিচিত। আদি নিবাস আমেরিকা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি।
গাছে ঝুলছে পাকা বাতাবিলেবু। এই দেশীয় ফলটি জাম্বুরা হিসেবেই বেশি পরিচিত। টিলাগড়, সিলেট, ৭ নভেম্বর।
বগুড়ার গুদার বিলে পানিফলের চাষ করেছেন বাদল মিয়া। বিল থেকে পানিফল তুলছেন তাঁরা। প্রতি মণ পানিফলের পাইকারি দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। সাঘাটিয়া, গাবতলী, বগুড়া, ৭ নভেম্বর
গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন একজন। জগদীশপুর, রংপুর সদর, ৭ নভেম্বর
শিশিরভেজা গাঁদা ফুলে বসে আছে ফড়িং। শালগাড়িয়া এতিমখানা এলাকা, পাবনা, ৭ নভেম্বর।
শিশিরভেজা কুমড়ো ফুল। শালগাড়িয়া এতিমখানা এলাকা, পাবনা, ৭ নভেম্বর।
সড়ক বিভাজকের পথচারীদের পারাপারের অংশ দিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেল। রাজধানীতের এমন চিত্র সাধারণ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার, ঢাকা, ৭ নভেম্বর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মডেল ও অভিনেত্রী পিয়া। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপস্থাপন দায়িত্ব পালন করছেন। সিলেট, ৭ নভেম্বর।
ত্রাণের জন্য প্রখর রোদে রোহিঙ্গাদের দীর্ঘ লাইন। নয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার, ৭ নভেম্বর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.