Header Ads

Header ADS

বিদায় জিটক

১৬ ফেব্রুয়ারি থেকে জিটক মেসেঞ্জার সেবা বন্ধ করে দিচ্ছে গুগল। জিটক ব্যবহারকারীদের গুগল হ্যাংআউট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোডো।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, জিটক ব্যবহারকারীদের অনেকটা জোর করেই হ্যাংআউট ব্যবহার করতে বাধ্য করছে গুগল। লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে জিটক মেসেঞ্জারে অভ্যস্ত হলেও তাঁদের মতামতের তোয়াক্কা না করেই জিটক বন্ধ করে দেওয়ার উদ্যোগটি নিয়েছে গুগল।
মূলত ওয়েব ব্রাউজার ক্রোমের হ্যাংআউট নামের কম্পিউটার ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাংআউট দিয়ে বিনা মূল্যে তাৎক্ষণিকভাবে বার্তা বিনিময় করা ছাড়াও ছবি আদানপ্রদান, ভয়েস কল ও ভিডিও কল করা যায়।
হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলোর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের ডেস্কটপ সংস্করণ উন্মুক্ত করেছে। এ ছাড়াও এতে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা। ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশনের এই প্রতিযোগিতার বাজারে জিটক বন্ধ করে হ্যাংআউটকে ঢেলে সাজাতে কাজ করছে গুগল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.