নোকিয়ার নতুন চমক
মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে এবার পাওয়া যাবে
নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেকিয়া এক্সএল। এ ফোনে দুটি সিম
ব্যবহার করা যাবে।
শিগগিরই এ সেট নোকিয়ার শো রুমে পাওয়া যাবে। নতুন এ সেট বাজারে আনার ঘোষণা দেয়া হয় গত মার্চে।
বার্সেলোনার ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত এই স্মার্টফোনের স্ক্রিনের মাপ পাঁচ ইঞ্চি ও এর রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। এটি নোকিয়া এক্স সফটওয়্যার প্ল্যাটফর্মের সাহায্যে চলে এবং এটি অ্যান্ড্রয়েড রয়েছে ৪.২ জেলি বিন।
এই মোবাইলে পাঁচ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা রয়েছে, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এর ফ্রন্ট ক্যামেরাও দুই মেগাপিক্সেল। সেটটি মোট ছয় রঙে পাওয়া যাবে।
শিগগিরই এ সেট নোকিয়ার শো রুমে পাওয়া যাবে। নতুন এ সেট বাজারে আনার ঘোষণা দেয়া হয় গত মার্চে।
বার্সেলোনার ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত এই স্মার্টফোনের স্ক্রিনের মাপ পাঁচ ইঞ্চি ও এর রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। এটি নোকিয়া এক্স সফটওয়্যার প্ল্যাটফর্মের সাহায্যে চলে এবং এটি অ্যান্ড্রয়েড রয়েছে ৪.২ জেলি বিন।
এই মোবাইলে পাঁচ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা রয়েছে, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এর ফ্রন্ট ক্যামেরাও দুই মেগাপিক্সেল। সেটটি মোট ছয় রঙে পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই