Header Ads

Header ADS

অনলাইনে ছবি তোলার প্রতিযোগিতা

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড তাদের ফেসবুক পেজে (facebook.com/ robifanz) ‘অনলাইন ফটোগ্রাফি স্কুল কনটেস্ট’ চালু করছে। ১৪ নভেম্বর থেকে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলমের সহযোগিতায় ‘রবি ফটো স্কুল কনটেস্ট’ নামের এ প্রতিযোগিতা শুরু হয়েছে। আলোকচিত্র বিষয়ে শহীদুল আলমের কৌশল ও পরামর্শসংবলিত ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল থাকছে এতে। প্রতিটি ভিডিওরই আলাদা আলাদা বিষয় রয়েছে। যেমন: পোট্রেট, স্ট্রিট ফটোগ্রাফি, ডেইলি লাইফ, ল্যান্ডসস্কেপ ইত্যাদি। প্রতিটি ভিডিওর পর রবি ফেসবুক ফ্যানদের তোলা ছবি আপলোড করার আমন্ত্রণ জানানো হবে। কমেন্টস বিভাগে ছবি আপলোড করার নিয়ম দেওয়া আছে। অংশগ্রহণকারী ব্যক্তিরা যেন ভোট পান, এ জন্য ছবিটি নির্ধারিত একটি ছকে উপস্থাপন করা হবে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ব্যক্তি বৃত্তি নিয়ে ‘পাঠশালা’ (দৃক গ্যালারি) থেকে ফটোগ্রাফির ওপর এক বছরের প্রশিক্ষণের সুযোগ পাবেন। সর্বোচ্চ ভোটে নয়, বিচারকদের রায়ে বিজয়ী নির্বাচন করা হবে। আরও দুই বিজীয় ভোটের ভিত্তিতে পুরস্কার পাবেন। পুরস্কার হিসেবে আছে ক্যানন ইওএস ৬০ডি এবং ইওএস ৬০০ডি ক্যামেরা। এ কার্যক্রম শেষে ছবিগুলো ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শন করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.